ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫৪

শাকিব খানের জিডির তদন্তে নেমেছে পুলিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪০ ২৭ অক্টোবর ২০২২  

ঢালিউড কিং শাকিব খানের করা সাধারণ ডায়েরি (জিডি) গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। তারা জানিয়েছে, ভিউ বাড়াতে শাকিবের বিরুদ্ধে মিথ্যা তথ্য রটিয়ে তাকে অপদস্থ করতে ভিডিও বানানো হয়েছে। এ নিয়ে পরিষ্কার ধারণা পেতে ভিডিও লিংকগুলোর ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।

 

 

তদন্ত কর্মকর্তারা জানান, গত ২০ অক্টোবর রাতে গুলশান থানায় শাকিবের ম্যানেজার মো. মনিরুজ্জামান জিডি করেন। তাতে বিভিন্ন ফেসবুক ও ইউটিউবের ১৩টি লিংক যুক্ত করা হয়। এগুলোতে কিং খানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।


জিডির ভিত্তিতে বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে ১৩টি লিংকের ফরেনসিক পরীক্ষা করছে পুলিশ। তাদের আশা, এর মাধ্যমে কি উদ্দেশে শাকিবকে নিয়ে নিয়ে ভিডিও ছড়ানো হয়েছে তা জানা যাবে। আর এতে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য প্রমাণিত হলে অ্যাকশন নেয়া হবে।

 

তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. বাবলু বলেন, শাকিবের পক্ষে যে জিডি করা হয়েছে, তাতে ১৩টি লিংক যুক্ত করা হয়। আমরা তা নিয়ে তদন্ত করছি। লিংকগুলোর ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর